পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্টের গ্যাসীয় মতবাদ
1.
ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক ছিলেন ।
2.
পৃথিবীর উৎপত্তি
সম্পর্কে এই মতবাদটি প্রাচীনতম মতবাদ গুলির অন্যতম।
3.
1755 সালে পৃথিবীর উৎপত্তি
সম্পর্কে তার মতবাদ প্রকাশ করেন।
4.
তাঁর লেখা বইটি হল ‘The General Natural
History and Theory of the Heaven or the Essay on the Working and Mechanical
Origin of the Entire Universe on the Basis of Newtonian Laws’
5.
এই মতবাদটিতে
ইমানুয়েল কান্ট নিউটনের মহাকর্ষ শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
মূল মতবাদ :
১৭৫৫ সালে জার্মান দার্শনিক কান্ট পৃথিবীসহ সৌরজগতের উৎপত্তি বিষয়ে যে তত্ত্ব প্রদান করেন তাকে গ্যাসীয় মতবাদ বলে।
কান্টের মতে সৌরজগৎ সৃষ্টির পুর্বে কঠিন, শীতল , নিশ্চল পদার্থ কণায় পূর্ণ ছিলমধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কণাগুলি একে অপরের ওপর আকৃষ্ট হয়ে পড়ে । তার ফলে প্রচন্ড তাপ ও গতির সৃষ্টি হয়।ফলস্বরুপ ঘুর্ননের উৎপত্তি হয় । এই ঘুর্নন বেগ ও তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে কঠিন শীতল কণা সমূহ গ্যাসীয় পদার্থে পরিণত হয় এবং এই গ্যাসীয় মেঘপুঞ্জের মধ্যবর্তি অঞ্চলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। এই কেন্দ্রাতিক বলের ব্রগ বৃদ্ধি পেলে গ্যাসীয় পদার্থ গুলি বলয়ের মতন আকারে মধ্যবর্তি অঞ্চল থেকে বাইরে বেরিয়ে আসে । এই বলয়াকার পদার্থগুলি ঘনীভূত হয়ে গ্রহের সৃষ্টি করে। এবং একই ভাবে উপগ্রেহের সৃষ্টি হয় এবং মধ্যবর্তি অঞ্চলে যে অংশটি অবশিষ্ট থাকেতা হল সুর্য .
সমালোচনাঃ কান্টের তত্ত্বের কতকগুলি দুর্বলতা রয়েছে সেগুলি
হলঃ
1)
আদি কণার উৎস সম্পর্কে কান্ট তাঁর তত্ত্বে উল্লেখ করেননি
2)
কৌণিক ভরবেগ সম্পর্কে
কোনও নীতি এই তত্ত্বে উল্লেখিত হয়নি
3)
গ্রহ ও উপগ্রহের
আবর্তনের অভিমুখ এক হওয়া উচিৎ কিন্তু তা বাস্তবে ব্যতিক্রম দেখা যায়।
4)
মধ্যবর্তি অভিকর্ষজ
বলের সৃষ্টি, তাপ সৃষ্টি ও ঘুর্ননের কথা বলা হয়নি
SAYANTANI SINGH (Msc. GEOGRAPHY, B.ED)
If you want to join my telegram group
Ncert short note chapter 1 click here
Ncert solution chapter 1 click here
Ncert short note chapter 2 click here
Ncert Solution chapter 2 click here
NCERT short note chapter 3 click here
NCERT SOLUTION CHAPTER 3 CLICK HERE
NCERT CHAPTER 4 CLICK HERE
NCERT CHAPTER 4 SOLUTION CLICK HERE
NCERT CLASS 6 CHAPTER 5 SHORT NOTE CLICK HERE
ICSE class -ix click here
ICSE class -x click here
উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার (প্রশ্ন ও উত্তর) | click here
0 Comments